৪ ই ঠা মার্চ অর্থাৎ আজ সমস্ত জল্পনার আপাত সমাপ্তি বাংলার রাজনীতিতে, বাজারে জোর খবর হয়েছিল 'দাদা' যোগ দিচ্ছেন বিজেপিতে এবং প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় চূড়ান্ত হয়ে যাবে তাঁর এই দলে যোগদানের প্রক্রিয়া। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলে বিশেষ সূত্রের খবর। বৃহস্পতিবার CN ওয়েব পোর্টালকে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য জানালেন যে, আমার সাথে সম্প্রতি কথা হয়েছে, আমি বিষয়টি ওকে বুঝিয়ে বলি ফের এবং আমার ফেসবুকে লিখিও তাই। ও আমাকে পরিষ্কার জানিয়েছে এখন কোনও রাজনীতিতে যাচ্ছে না।
কিন্তু কেনও হঠাৎ রাজনীতিতে আসতে পারেন
বা আসছেন না তা নিয়ে এত জল্পনা। জানা গিয়েছে তাঁর সাথে দফায় দফায়
বিজেপি নেতাদের এবং খোদ অমিত শাহের সাথে নাকি এই বিষয়ে কথাও হয়েছিল।
কিন্তু ঠিক কি কথা হয়েছিল তার হদিশ দেন নি স্বয়ং সৌরভ। সম্প্রতি তিনি
অসুস্থ হয়ে দুবার হাসপাতালে ভর্তি হন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
দু দফায় তাঁর বুকে তিনটি স্টেন বসে। আপাতত সুস্থ থাকলেও এখনই তাঁর পক্ষে
দৌড়ঝাঁপ সম্ভব নয়। এই কারণে তিনি আহমেদাবাদের গোলাপি বলের টেস্ট দেখতেও
যান নি। বিসিসিআই সভাপতির এখন বিশ্রাম দরকার বলে, চিকিৎসকদের মতো তাঁর
পাতানো কাকা অশোক ভট্টাচার্য্ও মনে করেন। একশো শতাংশ পেশাদার সৌরভের সাথে
বিভিন্ন টিভি এবং বিজ্ঞাপন সংস্থার চুক্তি আছে বলে শোনা গেল। কার্যত দাদা
জল্পনায় দাঁড়ি টেনে ফিরছেন খেলার রঙিন দুনিয়ায়।
إرسال تعليق
Thank You for your important feedback