এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই ভোটের ময়দানে মুখোমুখী লড়াইয়ে নেমেছেন। কিন্তু রাজনৈতিক আক্রমণের ঝাঁঝ একফোঁটা কমেনি শুভেন্দুর। এবার তিনি টুইট করে একটি ভিডিও শেয়ার করে দাবি করলেন ভুল মন্ত্র পাঠ করে বাংলার সংস্কৃতিকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই নন্দীগ্রামে জনসভা করেন তৃণমূল নেত্রী। ভোটে প্রার্থী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে গিয়েছেন তিনি। জনসভার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কয়েকটি সংস্কৃত মন্ত্র পাঠ করে শোনান। শুভেন্দুর দাবি ভুল মন্ত্র পাঠ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবির সাপক্ষে একটি ভিডিও শেয়ার করেন শুভেন্দু। আর দাবি করলেন, ‘এর আগে ভগবান রাম'কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী। ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন। ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি। এভাবেই বাংলার সংস্কৃতিকে অপমান করছেন। যে বাংলাকে অপমান করে তাঁকে বাংলার জনতা চায় না’।
এর আগে ভগবান রাম'কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 9, 2021
ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন।
ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি।
এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন @MamataOfficial।
যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।@BJP4Bengal pic.twitter.com/XNUX2nEfbZ
প্রসঙ্গত, মঙ্গলবারই নন্দীগ্রামের বড়তলায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। সেখানে নিজের ভাষণেই তিনি দাবি করেন, যে আমি হিন্দু বাড়ির মেয়ে। পাশাপাশি বলেন, ‘যাঁরা ৭০ এবং ৩০ শতাংশের কার্ড খেলছেন, তাদের সাবধান হওয়া উচিত। আমি চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন?’ এরপরই তিনি মঞ্চ থেকে চণ্ডীপাঠ সহ একাধিক মন্ত্রোচ্চারণ করেন। পরে ঘোষণা করেন, নন্দীগ্রাম থেকেই তিনি শিবরাত্রী পালন করবেন। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর মন্ত্রোচ্চারণে ভুল ছিল। যদিও এটা নিয়ে শাসকদল বা নেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।
إرسال تعليق
Thank You for your important feedback