বাংলাদেশে এক বেসরকারি সংবাদমাধ্যমে নিয়োগ করা হল এক রূপান্তরকামী পাঠিকাকে। সংবাদমাধ্যমের ইতিহাসে সম্ভবত তিনিই হবেন কোনও রূপান্তরকামী সংবাদ সেবিকা। আগামী সোমবার থেকে ওই বেসরকারি টিভি চ্যানেলে খবর পড়তে দেখা যাবে তানসুভা আনন শিশিরকে। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল একজন মডেল হিসেবে। পরে তিনি অভিনয় জগতেও পা রাখেন। এই বছরে বাংলাদেশের দুটি সিনেমায় সই করেছেন তিনি। এরপরই টিভিতে খবরের চ্যানেলে খবর পড়ার সুযোগ পেলেন তানসুভা। জানা গেছে তাঁর অভিনয়ে কথার উচ্চারণ শুনে মুগ্ধ হন চ্যানেল কর্তৃপক্ষ।এরপর তাঁকে সংবাদ পাঠিকা হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। উচ্ছ্বসিত তানসুভা জানান, এই খবর পেয়ে তিনি খুব খুশি। তিনি এও বলেন এই শিক্ষিত সমাজে মানুষের রূপান্তরকামী সম্পর্কে ধারণা ভুল। তাই এই রূপান্তরকামী মহিলাদের জন্য এই পরিবর্তন আনতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে অপমানিত হতে হয়েছে। ছেলেবেলায় নানান পরিস্থিতি, প্রতিকূলতার মধ্যেও পড়তে হয়েছে তাঁকে। তবে তিনি লড়াই লড়ে যাবেন বলেই জানিয়েছেন তানসুভা। এই প্রথমবার একজন রূপান্তরকামী বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে নিজের নাম জড়িয়ে ফেললেন।
إرسال تعليق
Thank You for your important feedback