আসন্ন বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। রবিবার সেই কেন্দ্রেই পৌঁছলেন তিনি। অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আসানসোলে পৌঁছেই সেখানে একটি শিব মন্দিরে পুজো দিলেন। সামনেই নির্বাচন তার আগে মন্দির দর্শনের পাশাপাশি সেখানকার মানুষের কাছে গেলেন তিনি। তাঁদের কথাও শুনলেন। এরপর ওই কেন্দ্রের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তার সঙ্গে আলোচনার একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন সায়নী। জানা যাচ্ছে শনিবার তিনি কলকাতার ঢাকা কালিবাড়িতেও পুজো দিয়েছিলেন।
রবিবার প্রথমবার ভোট প্রচারে আসানসোলে এসেই পুজো দিতে ছুটলেন সায়নী ঘোষ। তাঁকে প্রার্থী করায় আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কর্মীদের একাংশ পছন্দ করছেন না। এদিন পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা খুব একটা পাত্তা দিতে চাইলেন না। অভিনেত্রী বললেন, মান অভিমান থাকবেই। তবুও দিনের শেষে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় দেখতে চায়। আমি মনে করি না দলীয় কর্মীদের একাংশের প্রার্থী পছন্দ না হলেও তাতে কোনও রকম অশনিসংকেত আছে। এদিন সায়নীর সঙ্গে দলীয় নেতা কর্মীদের পরিচয় করিয়ে দেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক।
إرسال تعليق
Thank You for your important feedback