হামলা নয় বরং দুর্ঘটনায় আহত মমতা, কমিশনে রিপোর্ট দিলেন দুই পর্যবেক্ষক

 

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনও হামলা হয়নি, নিছক দুর্ঘটনায় পড়ে তিনি হয়েছেন, এমনিই রিপোর্ট দিলেন বঙ্গ ভোটে কমিশনের দুই পর্যবেক্ষক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনার তদন্ত করতে শুক্রবার পূর্ব মেদিনীপুরে যান কমিশনের সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক ও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তাঁরা প্রত্যক্ষদর্শী এবং স্থানিয় মানুষজনদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনিই পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। কথা বলেন রাজনৈতিক দলগুলির স্থানীয় নেতৃত্বের সঙ্গেও। এরপরই নির্বাচন কমিশনের কাছে ওই ঘটনা নিয়ে তাঁদের মতামত জানাযেন দুই শীর্ষ পর্যবেক্ষক।

 

 উল্লেখ্য, গত বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় চক্রান্ত ও হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। শাসকদলও পরোক্ষে কমিশনকে দায়ী করেছিল এই ঘটনার জন্য। তৃণমূলের দাবি ছিল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দেওয়ার পরই এটা হয়েছে। কিন্তু আগেই এই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন। তবুও ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার বঙ্গ ভোটে কমিশনের দুই শীর্ষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে দূর্ঘটনার তত্ত্বই সামনে আনলেন। সেইমতো তাঁদের রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়ল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم