বারমুডা থেকে হোঁদল কুতকুত

 
 
 
 
ভোট যত এগিয়ে আসছে ততই ভাষা সন্ত্রাস বেরিয়ে আসছে নেতা নেত্রীর মুখ থেকে | প্রশ্ন স্বাভবিক ভাবেই উঠে আসে কেন লাগামহীন ভাষা বেরিয়ে আসছে নেতাদের মুখ থেকে? সকলেই কি উত্তেজিত নাকি নেহাতই হাওয়া গরম করার জন্য খারাপ ভাষা ব্যবহার করছেন নেতারা | যোগী আদিত্যনাথের মতো কোনও এক রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবে বলেন, রাম নাম না করলে বের করে দেওয়া হবে | কি ভাবে উত্তেজনা ছড়ান অনুব্রত মন্ডল? কি ভাবে অমিত শাহ 'উপরে ফেলে দেওয়ার'কথা বলেন ? কি ভাবে অসামাজিক উত্তেজনা বেরিয়ে আসে তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকে? কেন রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বারমুডা পড়তে বলেন ( একটি ভিডিওতে প্রকাশিত, যা যাচাই করেনি CN ) | দিলীপবাবুর বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটে | সব শেষে মুখ্যমন্ত্রী নিজেই কু বাক্য প্রয়োগ করলেন বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় | তিনি সরাসরি অমিত শাহের নাম করে তাঁকে হোঁদল কুতকুত বলে গাল পারলেন | স্বাভাবিক ভাবে মনে হতেই পারে এটা কি নির্বাচন নাকি পাড়ার দাদাগিরি ?        


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم