‘মূল্য চোকাতে হবে’, পুতিনকে কড়া হুঁশিয়ারি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বাইডেনের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে হারানোর জন্য কলকাঠি নেড়েছিলেন পুতিন। বুধবার মার্কিন সংবাদপত্রে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা উঠে আসে। পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এরপরই রাশিয়ান প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। ঘটনার জল অনের দূর গড়িয়েছে। ইতিমধ্যে আমেরিকার রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ফেরত আসার নির্দেশ দিয়েছেন পুতিন। উল্লেখ্য গত মঙ্গলাবার ১৫ পাতার রিপোর্ট পেশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ওই রিপোর্টে বলা হয় গত নভেম্বর মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর চেষ্টায় ছিলেন ভ্লাদিমির পুতিন। জো বাইডেনকে হারানোর কলকাঠি প্রায় নেড়েই দিয়েছিলেন পুতিন। কিন্তু শেষ পর্যন্ত জিতে যান বাইডেন। এই রিপোর্ট হাতে পেয়েই হুঙ্কার দিলেন নয়া মার্কিন রাষ্ট্রপতি। বললেন, ‘এর মূল্য চোকাতেই হবে’। অন্যদিকে পুতিনকে ‘খুনি’ বলেও আখ্যা দিলেন। সবমিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে ফের ‘ঠান্ডা লড়াই’ শুরু হতে চলেছে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم