ঝাড়গ্রামে হেলিকাপ্টার নামছে, এটাই উন্নয়নঃ অভিষেক

তৃণমূল কংগ্রেসে যারা বক্তব্য রাখছেন, তাঁদের অন্যতম দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।  নরেন্দ্র মোদি যেমন বক্তৃতা করেন, সেই পথে ভাষণ দেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বরং অভিষেকের ভাষণে অভিনবত্ব থাকছে বলে ধারণা রাজনৈতিক মহলের। শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর পুরুলিয়ায় দেওয়া ভাষণের উত্তরে বলেন, ‘উন্নয়ন হয়েছে বলেই জঙ্গলমহলে হেলিকাপ্টার নামাতে পারছেন, আগে বুদ্ধদেব ভট্টাচার্যরা এখানে তো আসতেই পারতেন না’।


পাশাপাশি তিনি দাবি করেন, ঝাড়গ্রামের ৪টি আসনই তৃণমূল জিতবে। তিনি বলেন দিল্লির নেতারা আসছেন কিন্তু ময়দানে ভিড় নেই, নাড্ডা ও অমিত শাহ তো সভাই বাতিল করলেন। এর থেকে প্রমাণিত দু বছর আগে (লোকসভায়) যারা জিতেছেন তাঁরা কোনও কাজ করেননি, দাবি তৃণমূল যুব সভাপতির। তাঁর কথায়, ‘করোনার লকডাউনে বিজেপি সাংসদদের দেখা পর্যন্ত মেলেনি। তাই ঝাড়গ্রামে বিজেপি ‘ঝাড়’ খেয়ে গিয়েছে। এবার এই জেলায় ৪-০ হবে’। তিনি জঙ্গলমহলের মানুষকে আগাম ধন্যবাদও জানিয়ে এলেন এদিন।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم