SSC, TET, PTTI নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি থাকতে পারে বিজেপির ইস্তেহারে

রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। হাতে আর একমাসও নেই রাজনতিক দলগুলির কাছে। এই মুহূর্তে প্রার্থী তালিকা চুরান্ত করার পাশাপাশি ইস্তেহার বা ম্যানিফেস্টো তৈরির কাজও চালিয়ে যাচ্ছে শাসকদল এবং বিরোধীরা। এই রাজ্যে বিজেপি আবার ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় রয়েছে। ফলে নির্বাচনী ইস্তেহারে তাঁরা কি কি বিষয় উল্লেখ করে সেটা নিয়ে বঙ্গবাসীর আগ্রহ তুঙ্গে। যদিও বিজেপি ইতিমধ্যেই একটি খসরা ইস্তেহার তৈরি করে ফেলেছে। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা থেকে সাধারণ মানুষের মতামত নিতে শুরু করেছে বিজেপি। সাধারণ মানুষের বিভিন্ন দাবিদাওয়া জানতে বিজেপির ‘এলইডি রথ’ রাজ্যের প্রত্যেক বিধানসভাতেই ঘুরছে। সেখান থেকে পাওয়া দাবিদাওয়া বাছাই করে চুরান্ত ইস্তেহারে স্থান পাবে বলেই জানিয়েছে বিজেপি। 

 

এরমধ্যেই জানা যাচ্ছে খসরা ইস্তেহারে বেশ কিছু চমক রয়েছে। সূত্রের খবর, এবারে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে SSC, TET, PTTI সহ প্যারা টিচারদের দাবিদাওয়া নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি থাকছে। এছাড়া বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চলেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, এই একই দাবি বারবার তৃণমূল কংগ্রেস জানিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু সেই আবেদন ঝুলিয়ে রেখেছে বলেই অভিযোগ করে আসছিল তৃণমূল। ফলে এই প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে থাকলে সেটা হবে বড় চমক। এছাড়া জানা যাচ্ছে, রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধন, বিভিন্ন দফতরে নিয়োগ, নিয়মিত নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রতিশ্রুতিও থাকতে পারে বিজেপির ম্যানিফেস্টোতে। পাশাপাশি বেতন সংক্রান্ত সব সমস্যাগুলি একটা গ্রহণযোগ্য সমাধান বের করার কথাও থাকতে পারে সেখানে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم