হাওড়ার ছেলে রুদ্রনীল ঘোষ। চরম বামপন্থী পরিবারের সদস্য রুদ্রনীল এক সময় বাম ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। পরে সিনেমা ও নাটকে আবির্ভাব হয় তাঁর। নায়ক নয় বরং নেতিবাচক চরিত্র থেকে শুরু করে হাস্যরসিক চরিত্রে অভিনয় করে টলি পাড়ায় নামও করেছেন তিনি। বাম জামানায় ফিল্মের নানান কাজে ছিলেন। দিন পাল্টানোর পর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি চলে আসেন এবং বেশ গুরুত্বপূর্ণ পদও পান। সম্প্রতি দল পরিবর্তন করে রুদ্রনীল এখন বিজেপিতে। রুদ্রনীল ভোটে দাঁড়াবেন ঠিকই ছিল, কিন্তু কথা ছিল হাওড়ার কোনও কেন্দ্রে প্রার্থী হতে পারেন। কিন্তু তাঁকে টিকিট দেওয়া হল মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে।
এবারে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না মমতা, তাঁর বদলে তৃণমূল টিকিট দিয়েছে বহুদিনের গান্ধিবাদী নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। যিনি মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। তিনি প্রথম তৃণমূল বিধায়কও বটে। আজ অবধি কোনও দিন বিধানসভা ভোটে না হারার রেকর্ড আছে বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেববাবুর। ভদ্রলোক এবং মিশুকে শোভনদেবকে হারানো কঠিন, কিন্তু ‘সিনেমা আর্টিস্ট’ রুদ্রনীল লড়াই দিতে পারেন বলেই ধারণা বিজেপি নেতৃত্বর। তবে লোকসভা নির্বাচনের নিরীখে ভবানীপুরে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এই এলাকার বিধায়ক হলেও উন্নয়ন খুব একটা হয়নি বলেই দাবি করছে বিজেপি। এই পরিস্থিতিতে রুদ্রনীলের মতো যুব নেতা তথা সিনেমা জগতের পরিচিত মুখকেই ভবানীপুরে প্রার্থী করে লিড আরও বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। তবে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের অতীত রেকর্ড কিন্তু অন্য কথা বলছে।
إرسال تعليق
Thank You for your important feedback