মা ও প্রেমিকা তৃণমূলে, বিজেপিতে যোগ অভিনেতা বনি সেনগুপ্ত


টলিউডের আরও এক তারকা বিজেপিতে যোগদান করলেন। বুধবার বিজেপির হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সম্প্রতি তাঁর মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন তৃণমূলে। এরমধ্যে কৌশানি আবার কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী। বেশ কয়েকদিন ধরেই বনি সেনগুপ্তের বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছিল। শেষমেষ তিনি যোগদান করেই ফেললেন। এবার ময়দানে তারকা প্রার্থীদের লড়াই শুরু দেখবে বঙ্গবাসী। এখন দেখার হিরণের মতো বনি সেনগুপ্তকেও বিজেপি কোনও আসনে টিকিট দেয় কিনা। তবে এদিন বিজেপিতে যোগ দিয়ে বনি বলেন, বিজেপিতে যোগ দিয়ে আমি ধন্য মনে করছি। তবে এটুকু বলতে পারি আমার মতো যুবকদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছে বিজেপি এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।

অভিনেতা বনির মা জানান, ‘আমি যোগ দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসেবে কাজ করার জন্য। তৃতীয়বার বাংলায় আমরা মমতা বন্দোপাধ্যায়কেই দেখতে চাই’। এর পাশাপাশি প্রেমিকা কৌশানি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করতে চান বলেই এবার ভোটের ময়দানে সরাসরি নেমেছেন। ইতিমধ্যেই তিনি প্রচারকাজে কৃষ্ণনগর উত্তরে রয়েছেন। শোনা যাচ্ছে সেখানেই নাকি বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। এই পরিস্থিতিতে তাঁর প্রেমিক বিজেপিতে যোগদান করায় বাংলার রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ হল।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم