বুধবার সন্ধ্যায় আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিমান বসু। সংযুক্ত মোর্চা জোটে এদিন শুধুমাত্র বাম প্রার্থীদের নামই ঘোষণা হল। জোটের বাকি দুই শরিক আলাদা আলাদা ভাবে নিজেদর প্রার্থীদের নাম জানাবে বলেই এদিন জানিয়ে দিলেন বিমান বসু। প্রার্থী তালিকায় একদিকে যেমন তারুণ্যে জোর দেওয়া হয়েছে, তেমনই দলের প্রবীনদেরও স্থান দেওয়া হয়েছে। নন্দীগ্রাম আসনে যেমন তরুণী নেত্রী ডিওয়াইএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়কেই দাঁড় করিয়েছে সিপিএম। একইভাবে দিল্লির জওহরলাল নেহরু ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় প্রার্থী করা হয়েছে। আবার রাজারহাট নিউটাউনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে। অপরদিকে রায়দিঘিতে প্রবীন বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কেই মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমও।
দেখে নিন উল্লেখযোগ্য বাম প্রার্থীদের নাম—
নন্দীগ্রাম - মীনাক্ষী মুখোপাধ্যায়
জামুরিয়া - ঐশী ঘোষ
কসবা - শতরূপ ঘোষ
যাদবপুর - সুজন চক্রবর্তী
বেহালা পশ্চিম - নিহার ভক্ত
সিঙ্গুর - সৃজন ভট্টাচার্য
বাসন্তী - সুভাষ নস্কর
রায়দিঘি - কান্তি গঙ্গোপাধ্যায়
জয়নগর - অপূর্ব প্রামানিক
রাজারহাট নিউটাউন - সপ্তর্ষি দেব
إرسال تعليق
Thank You for your important feedback