এবার হাড্ডাহাড্ডি লড়াই নন্দীগ্রামে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই দুই হেভিওয়েটের মাঝে লড়াইয়ের ময়দানে নেমেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়। উল্লেখ্য, একসময়ে তৃণমূল নেত্রী শুভেন্দুকে নন্দীগ্রামে প্রার্থী করে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে মন্ত্রী করা হবে। এবং প্রতিশ্রুতিও রেখেছিলেন। সেই নন্দীগ্রামে গিয়েই আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির দরজায় ধাক্কা খেয়ে তাঁর পায়ের হাড়ে চিড় ধরে। এরপর অনেক চাপান উতোর হয়েছে। দু’দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন তৃণমূল নেত্রী। তবে বেশিদিন নয়, দ্রুতই জেলা সফরে বেরিয়ে পড়েছেন তিনি। এবার ফের একবার নন্দীগ্রামে যেতে পারেন মমতা। তৃণমূল সূত্রে খবর, ১৯ বা ২০ মার্চ তৃণমূল নেত্রী ফের নন্দীগ্রামে যাচ্ছেন।
কিন্তু মমতা বিগত দিনে নিজের কেন্দ্রে প্রচার করেননি, অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা বা ভবানীপুর বিধানসভায়। কিন্তু জানা গেল যে ভাবে অলআউট খেলছে বিজেপি এবং তাঁরই সাথে মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি মমতাকে হারাতে কোমর বেঁধে নেমেছেন। তাতে তিনি হয়তো ভাবছেন, ফাইনাল টাচটি দিতে যেতেই হবে। যেকোনও নির্বাচনে মুখ্যমন্ত্রীকে হারানো কঠিন কাজ। ১৯৬৭ তে প্রফুল্ল সেন এবং ২০১১ তে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন হেরেছিলেন। তার পুনরাবৃত্তি চাইছে না তৃণমূল।
إرسال تعليق
Thank You for your important feedback