রোজই প্রচারমঞ্চ থেকে নিয়ম করে বিজেপিকে তোপ দেগে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এককাঠি উঠে বিজেপির দিকে চরম অভিযোগের তির দাগলেন। মঙ্গলবার শেষ দিনের প্রচারে নন্দীগ্রামের সোনাচূড়ার এক সভায় তিনি বললেন, ‘ভিনরাজ্য থেকে দুষ্কৃতীদের এনে পরিকল্পনা করে একজন মেয়েকে খুন করার পরিকল্পনা করেছে বিজেপি। তার পর দাঙ্গা বাধাবে ওরা’। এখানেই থেমে না থেকে তিনি বললেন, ‘আমার কাছে খবর আছে, বিজেপি নিজেদের একটা মেয়েকে খুন করে বলবে তৃণমূল করেছে। তার পর দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। মেয়েদের ওপর অত্যাচার করার জন্য বিহার, উত্তর প্রদেশ থেকে গুন্ডা আনা হয়েছে। মা বোনেরা সতর্ক থাকবেন’। পাশাপাশি তাঁর অভিযোগ, কলকাতার হোটেলে বসেই এই অঞ্চলে টাকা পাঠাচ্ছে বিজেপি।
প্রসঙ্গত, এদিনই নন্দীগ্রামে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তোলেন, ‘মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে তখন তাঁর থেকে ৫ কিলোমিটারের মধ্যে ধর্ষিতা হয়েছেন একজন মহিলা। তাহলে রাজ্যে নারী নিরাপত্তার অবস্থাটা ভেবে দেখুন’। সেখানে তৃণমূল নেত্রী চক্রান্তের তত্ত্ব খাঁড়া করলেন। পাশাপাশি এক বিজেপি নেতাকে ফোন করে সাহায্য চাওয়া নিয়েও এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া ওই ফোনালাপের অডিও প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘কিছুদিন ধরে শুনতে পেয়েছিলাম কেউ কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। আর সেই অনুরোধ রাখতেই প্রলয় পালকে ফোন করেছিলাম। কাউকে ফোন করাটা অপরাধ নয়, সেই ফোনের কথোপকথন ভাইরাল করাটা অপরাধ’। যদিও নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল অবশ্য দাবি করেছেন, ওই কথোপকথনের রেকর্ড তিনি ভাইরাল করেননি।
إرسال تعليق
Thank You for your important feedback