‘হাইপ্রোফাইল’ নন্দীগ্রামে বাম প্রার্থী ‘যুবনেত্রী’ মীনাক্ষী

আনুষ্ঠানিক ঘোষণা হল নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থীর নাম। আর তাতেই চমক দিল সিপিএম। এই হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্রে ভোটের ময়দানে তাঁরা নামালেন যুব প্রজন্মের তরুণী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই থেকে উঠে আসা এই নেত্রীই একুশের নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রে লড়াই করবেন। বুধ সন্ধ্যায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই ঘোষণা করেন। বর্তমানে মীনাক্ষী ডিওয়াইএফআই রাজ্য সভাপতির দায়িত্বে। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার শাসকদলের প্রার্থী সয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির শুভেন্দু অধিকারী লড়ছেন। এবার লড়াইয়ের তৃতীয় অঙ্ক হিসেবে ময়দানে অবতীর্ণ হলেন বাংলার এই তরুণী মেয়ে। উল্লেখ্য, বাম-কংগ্রেস-আইএসএফ জোট নন্দীগ্রাম আসনটি ফাঁকা রেখেছিল। প্রথমে ঠিক হয়েছিল এই আসনে লড়বে আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক দল আইএসএফ। পরে সিদ্ধান্ত হয় এই আসনে লড়বে বামেরাই। আইএসএফ মালদার কোনও একটি আসন চেয়ে নেয় নন্দীগ্রামের পরিবর্তে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم