শিবরাত্রি অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার বা ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে এতদিন নির্বাচনের আগে দলের অভিজ্ঞ নেতাদের সাথে আলোচনা করেই ইস্তাহার প্রকাশিত হতো। এবার কিন্তু রাজ্যের শাসকদল তাঁদের পুরোনো স্ট্রাটেজি বদলে অন্যভাবে ইস্তাহার তৈরি করতে চলেছে। রাজ্যের বিভিন্ন পেশার মানুষের উপদেশে নাকি তৈরি হয়েছে তৃণমূলের ইস্তাহার। এরই সঙ্গে অভিজ্ঞ অর্থনীতিবিদের সহযোগিতাও থাকছে এই ইস্তেহার তৈরি করতে। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এলাকার প্রার্থীরা তাঁদের নিজেদের প্রতিশ্রুতি ‘রিপোর্ট কার্ড’ আকারে আলাদা করে প্রচার করতে পারে।
তবে একুশের নির্বাচনে তৃণমূলের ইস্তেহার একটু ব্যতিক্রমী। বিরোধী শিবির বিশেষ করে বিজেপিকে আক্রমণ করে কিছু লেখা থাকবে না বলে শোনা যাচ্ছে। বরং ১০ বছরের মমতা সরকারের উন্নয়নের কথাই প্রাধান্য পাবে শাসকদলের নির্বাচনী ইস্তেহারে। থাকবে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা। থাকবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা। তবে দ্রব্যমূল্য এবং জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ থাকতে পারে তৃণমূলের ইস্তেহারে।
إرسال تعليق
Thank You for your important feedback