হাইভোল্টেজ নন্দীগ্রামে একদিকে তৃণমূলের প্রাথী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়
মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে আজ অর্থাৎ শুক্রবার নন্দীগ্রামের
বিজেপি প্রাথী হিসেবে শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দেবেন। এদিন মনোনয়ন
জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মনোনয়ন
জমা দেয়ার আগে আজ সকাল থেকেই একাধিক মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। জানকীনাথ
মন্দিরেও তিনি পুজো দেন। এরপর ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে হলদিয়ায়
মহকুমা শাসকের দফতরে যাবেন মনোনয়ন জমা দিতে। গতকালও শিবরাত্রি উপলক্ষে
নন্দীগ্রামের বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন শুভেন্দু। বলাই যায় ময়দানে
একেবারে ভোটপর্বের লড়াই শুরু হতে চলেছে।
إرسال تعليق
Thank You for your important feedback