রবিবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজ চক্রবর্তী নোনা চন্দনপুকুরে এক কর্মী সম্মেলনে যোগ দিলেন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর এটাই তাঁর বিধানসভা কেন্দ্রের সফর। এদিন টলিউডের তারকা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতারা। কর্মীসভার পর ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘প্রার্থী হিসেবে আমাকে তৃণমূল নির্বাচিত করেছে, আমি গর্বিত। এই কেন্দ্র থেকে আমরাই জিতব। মানুষের পাশে আছি সবসময়। এছাড়া আমার সাথে আছে দল. এই আসনে আমরাই জিতছি। দ্বিতীয়বারের জন্য বাংলায় মমতা বন্দোপাধ্যায় জিতবে’।
এর পাশাপাশি এদিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী সম্পর্কেও মন্তব্য করেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক। তিনি বলেন, ‘মিঠুন দা আমাদের সকলের প্রিয়। তিনি যেটা ভালো মনে করেছেন তাই করেছেন’। অন্যদিকে এদিন ব্যারাকপুরে গিয়ে সেখানকার মানুষের সাথেও কথা বললেন রাজ। এও বললেন আমি নির্বাচনে জিতলে আগামী ৫ বছর আমি মানুষের জন্য লড়ে যাবো। অন্যদিকে আজ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, ‘রাজ চক্রবর্তী কোনও বহিরাগত ব্যক্তি নন, তিনি হালিশহরের ছেলে। ছোটবেলা থেকে এখানেই থাকতেন, এখন কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর তারকা প্রার্থীরা প্রচারকার্যে নেমে পড়েছেন বিভিন্ন কেন্দ্রে। বলাই যায় ময়দানে ভোট পর্বের লড়াই শুরু হয় গেছে।
إرسال تعليق
Thank You for your important feedback