শুক্রবার তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। প্রথমে ঠিক ছিল প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় ২৯৪ আসনের প্রার্থীদের নামই ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার ভোটে লড়বেন না রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। শারীরিক অসুস্থতার জন্যই অমিত মিত্র এবার ভোটের ময়দানে থাকছেন না। অপরদিকে পূর্ণেন্দু বসুকে নন্দীগ্রামের ভোট পরিচালনার বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার তিনি ভোটে দাঁড়াবেন না বলেই তৃণমূল সূত্রে খবর। এর পাশাপাশি এবার শাসকদলের বহু বিধায়ক টিকিট পাবেন না বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখ দেখা যাবে এটা বলাই বাহুল্য। নতুন মুখ হিসেবে ক্রীড়াজগৎ এবং সংস্কৃতি জগতের তারকারা ঠাঁই পাচ্ছেন তৃণমূলের প্রার্থী তালিকায়। এমনকি পুলিশ, প্রশাসনের কেউ কেউ টিকিট পাবেন।
সূত্রের খবর, ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। টিকিট পাবেন পদত্যাগী আইপিএস হুমায়ুন কবীরও। আরও জানা যাচ্ছে, রাজারহাট-গোপালপুর আসনে পূর্ণেন্দু বসুর জায়গায় টিকিট পাচ্ছেন বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দেওয়া সংগীতশিল্পী অদিতি মুন্সি। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রার্থী হতে পারেন কল্যাণ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের কেন্দ্র ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না। সেক্ষেত্রে সেখানে টিকিট দেওয়া হতে পারে বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা রাজ্যের কোনও মহিলা মন্ত্রী। বেহালা পূর্ব কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় তাঁর স্ত্রী রত্নাকেই টিকিট দেওয়ার সম্ভাবনা প্রবল। অপরদিকে এদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট এবং আব্বাসের দল আইএসএফ। সবমিলিয়ে শুক্রবারই শুভমুক্তি হতে চলেছে একুশের বিধানসভা ভোটের কুশীলবদের নাম।
إرسال تعليق
Thank You for your important feedback