আক্রান্ত বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের

দ্বিতীয় দফার শেষ দিনের ভোটের প্রচারও শেষ। তার ঘন্টাখানেক আগেই আক্রান্ত বিজেপির তারকা প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা। তিনি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের প্রার্থী। মঙ্গলবার এক রোড শো করে অন্য এক সভার দিকে যাচ্ছিলেন অশোক দিন্দা। সেখানেই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের তির অবশ্যই তৃণমূলের দিকে। অশোক দিন্দা জানিয়েছেন, এদিন তাঁর হয়ে প্রচার করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দুজনে ময়নায় রোড শো করেন। এই রোড শো শেষ করেই তিনি গাড়িতে অন্যত্র যাচ্ছিলেন। সেই সময় প্রচারে চালাচ্ছিলেন ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই। ওই মিছিল থেকেই তৃণমূলের সমর্থকদের তরফে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে।

 এই ঘটনায় দিন্দার পিঠে এবং কাঁধে চোট লাগে। বিজেপি প্রার্থী দিন্দার দাবি, কোনও রকমে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন তিনি। গাড়ির সাইড এবং পিছনের কাঁচ পুরো ভেঙে গিয়েছে। অপরদিকে ওই রোড শো-তে থাকা এক বিজেপি কর্মীর মাথা ফাটে দিন্দাকে বাঁচাতে গিয়ে। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসন এবং স্থানীয় থানার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও শাসকদলের তরফে এই বিষয়ে কেউ মুখ খোলেননি।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم