৪ মার্চ কী বিজেপির প্রার্থী তালিকা? দিল্লিতে বসছে বৈঠক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচেনে কাদের প্রার্থী করা হবে সেটা ঠিক করতে দফায় দফায় বৈঠক হচ্ছে বঙ্গ বিজেপিতে। যদিও চুরান্ত তালিকা তৈরি করবে দিল্লির নেতৃত্ব। সূত্রের খবর, আগামী ৪ মার্চ বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে ওই দিনই দিল্লিতে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্যরা। তারপরই প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে। বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতে একদফা বৈঠক হয়েছে কলকাতায়। আজ মঙ্গলবার রাতে আরেক দফা বৈঠক হবে এবং বুধবার সকালে শেষ দফা বৈঠক হওয়ার পর চূড়ান্ত খসরা তালিকা নিয়ে রাজ্য বিজেপির কোর কমিটির প্রতিনিধিরা দিল্লি যাবেন। সেই তালিকাই বাছাই করে চুরান্ত রুপ দেবেন অমিত শাহরা।

 অপরদিকে, সোমবার সন্ধ্যায় হওয়া বৈঠকে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা নেতাদের ডাকা হয়নি। এটা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, তাঁদের দল বার্তা দিতে চাইছে অনুগামী নিয়ে চলা যাবে না বিজেপিতে। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে দলই শেষ কথা বলবে। আপর একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, অমিত শাহর নিজের একটি টিম কাজ করছে বাংলায় প্রার্থী তালিকা তৈরির জন্য। ফলে দুটি তালিকা মিলিয়ে চুরান্ত রুপ দেওয়া হবে। আবার বেশ কয়েকজন সিনেমা এবং ক্রীড়া জগতের তারকাও এবার  বিজেপির টিকিট পেতে পারেন বলেও জানা যাচ্ছে। বঙ্গ দখলকে পাখির চোখ করা বিজেপি কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই প্রার্থী তালিকা তৈরি করতে ধীরে চলো নীতিই নিতে চাইছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم