দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন কেশপুর বিধানসভা এলাকায় উত্তেজনা। রাজ্য পুলিশের লোগো ব্যাবহার করে জনমত সমীক্ষার লিফলেট ও পোস্টার পাওয়া গেল কেশপুর বিধানসভার অন্তর্গত বসনচক এলাকার বিজেপি কার্যালয়ের সামনে। ভোটের মুখে পুলিশের লোগো দেওয়া লিফলেটে জনমত সমীক্ষার এহেন প্রচারপত্র ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়। যদিও পুলিশ সুপার দীনেশ কুমার দাবি করেছেন ওই প্যাড জেলা পুলিশের নয়। কেউ পুলিশের লোগো ব্যবহার করেই ভুয়ো খবর রটাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লিফলেট ও পোস্টারগুলিতে দেখা যাচ্ছে কেশপুর বিধানসভা কেন্দ্রের ১৬টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এগিয়ে রয়েছে কত ভোটে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে এই আসনে তৃণমূল কংগ্রেস ১৪ হাজার থেকে ১৫ হাজার ভোটে জিতবে। পাশাপাশি দাসপুর বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস ১২ হাজার থেকে ১৩ হাজার ভোটে জয়ী হবে।
এই লিফলেটগুলি রাস্তায় রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায় বুধবার সকাল থেকেই। কোনও কোনও এলাকায় পোস্টার আকারে দেওয়ালে সাটানো হয়েছে। এরপরই ওই সমস্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগের দিন এই ধরনের পোস্টার ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারই এই দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহন। তার আগেই দিনই রীতিমতো রাজ্য পুলিশের লোগো দেওয়া জনমত সমীক্ষার রিপোর্ট আকারে লিফলেট ছাপিয়ে এলাকায় ছড়িয়ে দিয়েছে কেউ বা কারা। ঘটনার তদন্ত শুরু হলেও কেউ গ্রেফতার হয়নি এখনও।
إرسال تعليق
Thank You for your important feedback