পুরুলিয়ায় ভোটের আগে গোলমাল থামাতে ৩০টি ‘ফ্লাইং স্কোয়াড টিম’

আগামী ২৭ মার্চ পুরুলিয়ায় প্রথম দফার ভোট। তার আগে জেলা প্রশাসন এবং নির্বাচনী দফতেরর প্রস্তুতি চলছে জোরকদমে। সোমবার জিপিএস-যুক্ত ৩০টি বিশেষ গাড়ি পথে নামালো পুরুলিয়া জেলা প্রশাসন। মূলত ভোট পূর্ববর্তী সমস্যা এবং হিংসা বা গোলমালের অভিযোগ পেলেই যাতে দ্রুত ব্যবস্থা গ্রহন করে সমস্যার নিষ্পত্তি করার জন্যই এই ব্যবস্থা। গাড়িগুলির পোশাকি নাম ‘এফএসটি’ বা ‘ফ্লাইং স্কোয়াড টিম’। এই গাড়িগুলিতে জিপিএস (GPS) প্রযুক্তি লাগানো রয়েছে। ফলে জেলার কেন্দ্রীয় পর্যবেক্ষণ কক্ষ বা মনিটরিং সেন্টার থেকে গাড়িগুলির গতিবিধি জানা সম্ভব হবে। কোথাও কোনও গোলমাল বা হিংসার খবর পেলেই সেখানে ১০০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এই ‘ফ্লাইং স্কোয়াড টিম’। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

 

রবিবার বিকেলে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায় এই গাড়িগুলির যাত্রা শুরু করেন। তিনি জানিয়েছেন, ভোটের দিন পর্যন্ত গাড়িগুলি পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেক আনাচে কানাচে ঘুরবে। একেকটি গাড়িতে একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকের তত্ত্বাবধানে তিনজন আধিকারিক ও পুলিশকর্মী থাকবেন। জেলা নির্বাচনী আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, কোথাও আদর্শ আচরনবিধি লঙ্ঘন হলে সি-ভিজিল (c-VIGIL) অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে। এছাড়াও আছে ১৯৫০ টোল ফ্রি নম্বর এবং জেলা নির্বাচনী সেলের আলাদা নম্বর। অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিধানসভায় থাকা ফ্লায়িং স্কোয়াড টিমকে জানিয়ে দেওয়া হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলার প্রত্যেকটি বিধানসভাতে কমপক্ষে তিনটি করে জিপিএসযুক্ত বিশেষ গাড়ি ঘুরবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم