রাজ্য বিধানসভা নির্বাচনে তাঁকে তারকেশ্বর থেকে প্রার্থী করেছে বিজেপি। তাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এখনও তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি। উল্লেখ্য, গতকালই তৃণমূল সাংসদ মহুমা মৈত্র দাবি করেছিলেন, রাজ্যসভায় বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের সদস্যপদ খারিজ করা হোক। তিনি ভারতীয় সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করেছেন বলেই দাবি ছিল তৃণমূল সাংসদের। এরপর নিজেই রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি সাংসদ। আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যই তিনি রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন বলে সূত্রের খবর। মঙ্গলবার সকালেই তিনি নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন।
Swapan Dasgupta tenders his resignation as a Rajya Sabha MP. His resignation has been sent to the Chairman of the House, it is yet to be accepted.
— ANI (@ANI) March 16, 2021
BJP has fielded him as its candidate for Tarakeshwar seat in the upcoming #WestBengalElections2021
(File photo) pic.twitter.com/eCqbir3GMl
এর আগে তিনি জানিয়েছিলেন, ‘আমি নিয়মটা জানি। এখনও মনোনয়ন জমা দিইনি। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না। কিন্তু এটুকু বলতে পারি, নিয়ম মেনেই মনোনয়ন জমা দেব’। উল্লেখ্য, মহুয়ার টুইটের পর রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে কংগ্রেসের মুখ্য উইপ জয়রাম রমেশ দাবি করেন, ‘মনোনয়নের ছ'মাসের মধ্যে রাজ্যসভার যে মনোনীত সদস্য আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক দলে যোগ দেন না এবং কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়েই (সংসদের উচ্চকক্ষের) সদস্য আছেন, তিনি কি ইস্তফা না দিয়ে কোনও লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন?’ উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে স্বপন দাশগুপ্তকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি।
إرسال تعليق
Thank You for your important feedback