দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রের অবস্থা তো এমনিতেই খারাপের দিকে, একাধিক শহরে লকডাউন ও নাইট কারফিউ জারি করতে হয়েছে নতুন করে। এবার দক্ষিণের রাজ্যগুলিতেও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ফলে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী বুধবার হতে পারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনিই টিকাকরণ নিয়েও কথা হবে বলে জানা যাচ্ছে।
সোমবার দেশে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ২৪,৪৩৪ জন। অপরদিকে গত রবিবার এই সংখ্যা ২৬ হাজার পেরিয়েছিল, যা গত ডিসেম্বরের পর সর্বোচ্চ। বিগত কয়েকদিন ধরে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজার টপকে যাচ্ছে। ফলে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তাদের। অপরদিকে দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে করোনা সংক্রমণ কমানোর জন্য নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।
إرسال تعليق
Thank You for your important feedback