শনিবার তৃণমূল ভবনে ফের নয়া চমক।এবার তৃণমূলে যোগদান দিলেন যশবন্ত সিনহা। চন্দ্রশেখর এবং বাজপেয়ীর আমলে যশবন্ত সিনহা। বাজপেয়ীর সময় তিনি অর্থমন্ত্রীছিলেন। ইতিমধেও তৃণমূল ভবনে উপস্থিত ডেরেক ও ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে দেওয়া হল যশবন্ত সিনহার হাতে। একের পর এক যোগদান পর্ব চলছে। তারই মাঝে আজ তার যোগদান। রানীতিতে বলা যায় তার অবদান অভাবনীয়। বলাই যায় তৃণমূল দলের পথপ্রদশক হিসেবে তিনি থাকবেন
إرسال تعليق
Thank You for your important feedback