দেশে দৈনিক সংক্রমণের হার বেড়েই চলেছে। সোমবার পর্যন্ত সংখ্যা ছিল ১ লাখের
কাছাকাছি। এরপর কিছুটা কমে গেলেও ফের বৃহস্পতিবার বেড়ে দাঁড়াল ১লাখ ২৬
হাজার ৭৮৯ জন। করোনার দ্বিতীয় স্ট্রেনে মহারাষ্ট্রের পরিস্থিতি আরও
ভয়ঙ্কর। লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৯
হাজার ৯৬০জন। এদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যাটা হল ৯ লাখের কাছাকাছি।
মহারাষ্ট্রের পাশাপাশি মুম্বইয়ের পরিস্থিতিও খারাপের দিকেই। গত ২৪ ঘন্টায়
সেখানে আক্রান্তের সংখ্যা ৩২২ জন. এক সপ্তাহের মধ্যে কর্ণাটক,তামিলনাড়ু,
পাঞ্জাব, ছত্তিসগড়ের পরিস্থিতিও আরো খারাপ হচ্ছে। ছত্তিশগড়ে ও আক্রান্তের
সংখ্যা বেড়ে ১০ হাজার ৩১০ জন। প্রথম করোনার থেকে দ্বিতীয় করোনার ঢেউ
যেভাবে দেশে আছড়ে পড়ছে তাতে চিন্তার মুখে দেশবাসী।
إرسال تعليق
Thank You for your important feedback