সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবারে করোনার কোপে পড়লেন| মঙ্গলবার রাতে বুকের সমস্যা হওয়াতে একটি বেসরকারি হাসপাতালে যান সুজন| সেখানেই তার কোভিড টেস্ট করার পর সংক্রমণ ধরা পরে| সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে নেওয়া হয়| অবশ্য ডাক্তাররা জানাচ্ছেন মৃদু উপসর্গ রয়েছে যদিও শ্বাসকষ্ট রয়েছে | তাঁকে অক্সিজেন দেওয়া হয় | বুধবার সকালে শেষ পাওয়া খবর অনুযায়ী সুজনের অবস্থা স্থিতিশীল| কিছুদিন আগে তাঁর ড্রাইভারের করোনা পজেটিভ আসে, তখন টেস্ট করলে সুজনের নেগেটিভ ফল পাওয়া যায়| সাত দিন গৃহবন্দী থাকেন তিনি অবশেষে সংক্রমণ তাকে ধরেই ফেলে|
إرسال تعليق
Thank You for your important feedback