সভা বাতিল অমিত শাহের

বৃহস্পতিবার অনেলগুলি সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই মতো প্রস্তুতি নেওয়াও হয়েছিল | শোনা গেলো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভার পর অমিত দিল্লি ফিরে যাওয়ার প্রস্তুতি নেন কারণ সেখানে তাঁর বিশেষ কাজ রয়েছে | এর ফলে বাতিল করতে হলো মালদহের গাজল এবং দুর্গাপুরের জনসভা | ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের চূড়ান্ত সমালোচনা করেছেন, জানিয়েছেন, করোনা আবহে সঠিক ভাবে কাজ করছেন না কমিশনার | সংক্রমণ ছড়িয়ে পড়ছে এবং প্রধান বিচারপতির ইঙ্গিত ছিল প্রচারের ভিড়ের দিকে | ঘোষণা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের 'তপন'এ ভিড়ে ভরা সভা করেবন , সভা করেন অমিত শাহও | কিন্তু তারপরই দুটি সভা বাতিল করেন তিনি |  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم