২০১৯ লোকসভায় দেখা গিয়েছিল বর্ডার এলাকা তথা উদ্বাস্তু ভোট এবং অবাঙালি ভোট কব্জা করেছিল বিজেপি। কার্যত এই কারণেই তারা ১৮ আসনে জয় পেয়েছিল | অবশ্য ওই ভোটে জঙ্গলমহলও ভোট দিয়েছিল বিজেপিকে তবে এবারে তাদের এলাকায় কি ভাবে ভোট হলো তা বোঝা গেল না | মূলত অবাঙালি ও উদ্বাস্তু ভোট ফের টার্গেট করেছে বিজেপি | এই ভোট কিন্তু কম নয়, আলিপুরদুয়ার থেকে দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ইত্যাদি অঞ্চলে ভরাট উদ্বাস্তু | এর সঙ্গে রয়েছে মতুয়া ভোটও, যদিও তারাও ওপর বাংলা থেকে ১০০% আগত | কিন্তু কেন তারা তৃণমূল বিরোধী ?
উত্তর, স্বাধীনতা উত্তর যুগে যারাই ও বাংলা থেকে এসেছেন এবং নিজেদের এ দেশে সচ্ছল করতে পারে নি , তারাই একসময় বাম সমর্থক ছিল মাঝখানে কিছুটা তৃণমূলের দিকে এলেও ফিরে গিয়েছে বামের জায়গায় রামে | এই সম্প্রদায়ের প্রবল ক্রোধ বাংলার সংখ্যাগুরু নাগরিকদের উপর | সুক্ষভাবে বিজেপি তাতেই ধোঁয়া দিয়েছে বলে দাবি তৃণমূলের | এবারেও ওই ফর্মুলা কাজ করে নাকি সেটাই দেখার | অন্যদিকে এ রাজ্যে অবাঙালি বলতে মূলত বিহারী ও মাড়োয়ারি | এরা চিরকালই রাজ্য সরকার বিরোধী | বাম জমানায় এরাই কংগ্রেসকে ভোট দিয়েছে আর আজ হিন্দিভাষী বিজেপির প্রতি তাদের স্বাভাবিক আকর্ষণ আছেই যদিও ব্যতিক্রম নিশ্চই আছে কিন্তু তার সংখ্যা কত ?
إرسال تعليق
Thank You for your important feedback