এবার বিমানে কলকাতায় আসতে হলে সঙ্গে রাখতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট। এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সব রাজ্যের থেকে নয়, মূলত মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও তেলেঙ্গানা থেকে যারা কলকাতায় আসবেন তাঁদের অবশ্যই রাখতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। বুধবারই টুইট করে এই কথা জানিয়ে দিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। টুইটে জানানো হয়েছে, বিমানে ওঠার অন্তত ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষার RT-PCR টেস্ট করাতে হবে বিমানযাত্রীকে। সেই রিপোর্টই গ্রাহ্য করা হবে। এরসঙ্গে একটি ওয়েবসাইটের লিঙ্কও জুড়ে দেওয়া হয়েছে ওই টুইটে, যাতে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত, উল্লিখিত রাজ্যগুলিতে মারাত্মক হারে বেড়েছে করোনা সংক্রমণ। তাই আগাম সতর্কতা অবলম্বন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
#TravelAlert #COVID19 #COVID19India #guidelines @AAI_Official @MoCA_GoI @HardeepSPuri @MoHFW_INDIA
— Kolkata Airport (@aaikolairport) April 14, 2021
إرسال تعليق
Thank You for your important feedback