বৃহস্পতিবার নন্দীগ্রাম ভোটার পর এবারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা করলো রাজ্য বিজেপি | দলের অন্যতম নেতা শিশির বাজোরিয়া আজ কলকাতার নির্বাচন অফিসে এক প্রতিনিধি দল নিয়ে যান | তিনি অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন | তিনি জানান গতকাল নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিম যা করেছেন তা আইন ভাঙার সামিল | এই বিষয়ে তাঁরা কমিশনে অভিযোগ দিয়েছেন |
শিশির জানান, গতকাল আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বয়ালে ৭ নং বুথে ২ ঘন্টা ধর্ণা দেন যা আইনসিদ্ধ নয়, তবু সেই ঘটনা ঘটলো | তিনি জানান, ১৪৪ ধারার তোয়াক্কা করলেন না মমতা | ৩০ টি কেন্দ্রের একমাত্র নন্দীগ্রামে ভোট শতাংশের হিসাবে কমলো এই ধর্ণার ফলে | শিশির জানান, ভোটের দিন প্রার্থী যে কোনও বুথে যেতে পারেন কিন্তু লোকলষ্কর নিয়ে ধর্ণা দিতে পারেন না | তিনি বলেন, তৃণমূল নেত্রী ভোটের পর উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ পাঠানোর হুমকি দিচ্ছেন |এই হুমকির ফলে যদি কোনও অঘটন ঘটে তবে তার দায়িত্ব কে নেবে ? পাশাপাশি ভোটের পরের দিন মমতা প্রচারে চলে গিয়েছেন কিন্তু সারাদিনে শুভেন্দুর খবর নেই | হয়তো ক্লান্ত জানালেন এক তৃণমূল নেতা
إرسال تعليق
Thank You for your important feedback