করোনার দ্বিতীয় স্ট্রেন শুরুতে চিন্তিত গোটা দেশ। গতবছর মার্চ মাস থেকে শুরু হয়েছিল এই করোনা সংক্রমণ। তবে প্রথমের থেকে দ্বিতীয় করোনার স্ট্রেন মানুষকে কিন্তু ভাবাচ্ছে। এখন তো সঙ্গী হিসেবে মুখে মাস্ক বাধ্যত। রংবেরঙের মাস্ক পড়তে দেখা হচ্ছে সাধারণ মানুষকে। দোকানদারদের ঝোঁক বিভিন্নরকমের মাস্ক বিক্রি করতে। এবার করোনার মধ্যে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার হীরের মাস্ক মুখে পড়েছেন। সেই ছবিপোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী হীরের মাস্ক পরে কিছুটা নজর কাড়লেন সোশ্যাল সাইটে। যদিও মাস্কের মাঝখানটি পাথর লাগানো। দুপাশে রয়েছে নকশা। তবে উর্বশী নিজেও মজার ছলে পোস্টে তিনি লিখলেন, ‘হীরের মাস্ক। উফ বড্ড ভারী। কেউ দোষ দেবেন না প্লিস’। যদি ও অভিনেত্রী হীরের মাস্ক পড়লেও ঢাকা নেই নাক ও মুখ। আর তাই দেখে নেটিজেনদের একাংশ এই পোস্টকে হাস্যকর মনে করছেন। কেউ আবার প্রশংসাও করেছেন। অভিনেত্রী নিজে কিন্তু এই হীরের মাস্ক পরে খোশমেজাজে রয়েছেন।
💎 💎 DIAMOND FULL FACE MASQUERADE 💎💎 OMGGGG IT WAS SO HEAVY ‼️‼️😣 Pl don’t blame me 🎥 📸
— URVASHI RAUTELA🇮🇳 (@UrvashiRautela) April 9, 2021
☆
☆
☆
☆
☆
☆
☆
☆
☆
☆
☆
☆#love #UrvashiRautela #Diamondfacemask https://t.co/OYcxdVmI7d
إرسال تعليق
Thank You for your important feedback