নন্দীগ্রামকাণ্ডের জের। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিককে অপসারণ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ওএসডি অশোক চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তবে তাঁর জায়গায় কাকে আনা হচ্ছে সেটা জানা যায়নি। উল্লেখ্য গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোট প্রচারের সময় আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূলনেত্রী বিজেপির দিকেই ষড়যন্ত্রের তোপ দেগেছিলেন। কিন্তু কমিশনের কাছে রিপোর্ট যায় গাফিলতির জন্যই দুর্ঘটনা। সম্ভবত সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ আধিকারিক অশোক চক্রবর্তীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback