শুক্রবার অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা প্রভাবশালী বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মার প্রচারে ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে শাস্তির মুখে পড়লেন তিনি। অসমে শেষ দফার নির্বাচন আগামী ৬ এপ্রিল, ফলে এই ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞার ফলে হেমন্ত বিশ্বশর্মা এবার আর কোনও প্রচারে অংশ নিতে পারবেন না। উল্লেখ্য এবার অসমে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়ছে স্থানীয় দল বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট। এই দলের নেতা হাগরাম মিহিলারিকে আক্রমণ করতে গিয়ে হেমন্ত হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-কে কাজে লাগিয়ে হাগরামকে জেলে পুরবেন। এই হুমকি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধী জোট। এরপরই হেমন্ত বিশ্বশর্মাকে শাস্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মার এই শাস্তি শুক্রবার মধ্যরাত্রি থেকে কার্যকর হয়েছে। কয়েকদিন আগে এক প্রচার সভায় হেমন্ত বলেন নির্বাচন মিটলেই হাগরামের বিরুদ্ধে এনআইএ তদন্ত করে তাঁকে জেলে পুরবেন। আগামী ৬ এপ্রিল অসমে ৪০টি আসনে শেষ দফার ভোট হবে। বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা অসমের জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে তিনি শেষ বেলায় প্রচার করতে পারবেন না। এটাকে রাজনৈতিক জয় হিসেবেই দেখছে অসম কংগ্রেস এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের নেতারা। অপরদিকে নির্বাচন কমিশনের সচিব অজয় কুমার ভার্মা জানিয়েছেন, সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback