মুর্শিদাবাদের নশীপুরে মর্মান্তুক দুর্ঘটনা। গঙ্গায় স্নান করতে তলিয়ে গেল পাঁচ শিশু। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুটি শিশুর মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নশীপুরের কাঠগোলা এলাকার বাসিন্দা অজিত মণ্ডলের মৃত্যু হয় দিন কয়েক আগে। শনিবার ছিল তাঁর পারলৌকিক ক্রিয়া। সেই কাজের পরই গঙ্গায় স্নান করতে নামে পাঁচটি শিশু। সেই সময়ই ঘটে মর্মান্তিক ঘটনা। পরিবারের অন্যান্যদের সামনেই তলিয়ে যায় পাঁচ শিশু। স্থানীয় কয়েকজন গঙ্গায় ঝাঁপিয়ে দুজনকে উদ্ধার করতে সমর্থ হয়। কিন্তু পরে দুজনের নিথর দেহ পাওয়া যায়। একজন এখনও নিখোঁজ।
إرسال تعليق
Thank You for your important feedback