তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন তৃণমূল নেতা মদন মিত্র। প্রবল শ্বাসকষ্ট নিয়ে কামারহাটির তৃণমূল প্রার্থী কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই মদন মিত্রকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আপাতত কিছুটা স্থিতিশীল হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) থেকে জেনারেল কেবিনে দেওয়া হয়েছে। এরমধ্যেই হাসপাতালের বেড থেকে তাঁর অনুরাগী, ও ভক্তদের বিশেষ বার্তা দিলেন মদন দা।
ফেসবুকে একটি ছোট্ট পোস্ট করে তিনি লেখেন, ‘আমার পাশে থাকা জন্য সকল বন্ধু, ভক্ত, সমর্থকদের ধন্যবাদ। ৭ দিন ধরে আপনারা আমার নিয়মিত খোঁজখবর নিয়ে চলেছেন। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আপনাদের শুভেচ্ছা আমার কাছে অনেক মূল্যবান’। গত বুধবার করোনায় আক্রান্ত হন কামারহাটির তৃণমূল প্রার্থী। ১৭ এপ্রিল তাঁর এলাকায় ভোট ছিল। এরপরেই অসুস্থ হয়ে পড়েন এবং করোনায় সংক্রমিত হন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আশঙ্কাজনক থাকায় তাঁর বুকে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। পরে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়নি। তবে প্রতিনিয়ত অক্সিজেন দিতে হচ্ছে। কিছুটা স্থিতিশীল হলেও কামারহাটির মদন দা বিপন্মুক্ত নন বলেই জানা যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback