দেশের চার রাজ্যে এবং এক কেন্দ্রশাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন। যদিও এর মধ্যে পশ্চিমবঙ্গ বাদে বাকি সব জায়গায় ভোটগ্রহন শেষ। এরমধ্যেই একযোগে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নজিরবিহীন নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। ভোটপ্রচারে বাধ্যতামূলক করা হোক মাস্ক এবং শারীরিক দূরত্ব। যদিও আগেই নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছিল সেখানে ভোট প্রচারে মাস্ক এবং শারীরিক দূরত্ববিধি নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু আদতে সেটা মানা হচ্ছে না বলেই অভিযোগ। এই পরিপ্রেক্ষিতেই হস্তক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। অভিযোগ, ভোট প্রচারে কোনও রাজনৈতিক দলই সামাজিক দূরত্ববিধি মানছে না। রীতিমতো পাল্লা দিয়ে চলছে প্রচার। কার কর্মসূচিতে কত লোক হচ্ছে সেটা নিয়েই যেন চলছে প্রতিযোগীতা। ফলে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম কেউই মানছেন না বলেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে জোরদার প্রচার চালাতে হবে। মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, লিফলেট সহ অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে ভোটের জন্য করোনা বিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রকাশ করতে হবে। পাশাপাশি ডিজিটাল, প্রিন্ট এবং ইলেকট্রনিক সমস্তরকম সংবাদমাধ্যমেই বিজ্ঞাপন দিয়ে মাস্ক এবং শারীরিক দূরত্ব নিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
إرسال تعليق
Thank You for your important feedback