এমনিতেই করোনায় বিধ্বস্ত মহারাষ্ট্র, তার ওপর অক্সিজেনের অভাব প্রকট। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের নাসিকে এক হাসপাতালে ঘটে গেল এক ভয়াবহ বিপর্য়য়। মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্ক লিক হয়ে বন্ধ হয়ে গেল একের পর এক ভেন্টিলেটর। আর তাতেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জন রোগীর। গরুতর অসুস্থ আরও অনেক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জানা যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নাসিকের ওই হাসপাতালে মোট ১৭১ জন রোগী ভর্তি ছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় ওই হাসপাতালে বিপর্যয় মোকাবিলার কাজ চলছে। জানা যাচ্ছে, ওই হাসপাতালের অক্সিজেনের ট্যাঙ্কের ভালভে সমস্যার ফলেই এই বিপত্তি। এমনকি গোটা হাসপাতাল চত্বরে যেভাবে অক্সিজেন ছড়িয়ে পড়েছে তাতে যে কোনও মুহূর্তে আগুন লেগে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ঘটনাস্থলে তৈরি রাখা হয়েছে দমকলের একাধিক ইঞ্জিন।
#WATCH | An Oxygen tanker leaked while tankers were being filled at Dr Zakir Hussain Hospital in Nashik, Maharashtra. Officials are present at the spot, operation to contain the leak is underway. Details awaited. pic.twitter.com/zsxnJscmBp
— ANI (@ANI) April 21, 2021
إرسال تعليق
Thank You for your important feedback