গোটা বিশ্বে ফের নতুন করে মাথা চাড়া দিচ্ছে করোনার থাবা। এবার সমস্ত রেকর্ড ভাঙল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ফুটবল ও সাম্বার দেশে একদিনেই করোনায় মৃতের সংখ্যা ৪,১৯৫ জন। সে দেশে হু হু করে সংক্রমণ বাড়লেও প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কোনও হেলদোল নেই। এখনও লকডাউন করতে নারাজ তিনি। লকডাউনের সম্ভবনা তিনি উড়িয়ে দিচ্ছেন। তবে এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে বলসোনারোকে। কিন্তু তাঁকে পাত্তা দিতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনি স্পষ্টত জানালেন, লকডাউনের কোনও প্রশ্নই নেই, অর্থনীতির ক্ষেত্রে মুখ থুবড়ে পড়তে হবে লকডাউন জারি হলে। তাই অর্থনীতি সচল রাখতে লকডাউন নয়, সাফ জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বিরোধীদের দাবি, করোনা নিয়ে উদাসীনতা দেখা যাচ্ছে বোলসোনারোর মধ্যে। টিকা নিয়ে ব্যঙ্গ করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে ব্রাজিলে তৈরী হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি।
إرسال تعليق
Thank You for your important feedback