কাশ্মীরের শীতে জড়োসড়ো স্বস্তিকা

 
 

 

 

 


কাশ্মীরে গিয়ে এবার শিতে কাবু হয়ে গেলেন টলিউডের চার্মিং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রীতিমত কাশ্মীরের একটি হোটেলে বিছানায় বসে পরনে রঙিন চাদর দিয়ে জবুথবু স্বস্তিকা। একদিকে চোখ মুখ ঢাকা। কালো মোটা ফ্রেমের  চশমা। পুরো চাদর দিয়ে শরীর ঢাকা। শুধু দেখা যাচ্ছে মুখ। আর সেই ছবি টুইটে পোস্ট করলেন স্বস্তিকা। ছবিতে স্বস্তিকাকে চেনাই দায়। এদিকে পোস্টের ক্যাপশনে অভিনেত্রী নিজেই লিখেছেন, 'কি ঠান্ডা, জমে গেলাম। এর থেকে বাঙালির দি-পু-দা ভালো’। আসলে অভিনেত্রী বলতে চাইছেন দিঘা, পুরী ও দার্জিলিংয়ের কথা। একদিকে গোটা বাংলা গরমে পুড়ে যাচ্ছে, অন্যদিকে কাশ্মীরে রীতিমত বরফ পড়ছে। শীতে জমে গেছে চারিদিক। তবে অভিনেত্রী ঠিক কি কারণে কাশ্মীর গেছেন সেটা যদিও জানাননি।  

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم