বলিউডে করোনার হামলা অব্যাহত। বি-টাউনে রীতিমতো হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পরপর করোনার কবলে পড়ছেন বলিউডের হু-হুজ রা। সোমবারই সোশাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্তের হওয়ার খবর জানালেন, উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কৌশল। এদিন ভিকি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সবরকম সতর্কতা বিধি মেনেও দুর্ভাগ্যবশত আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সবরকম প্রোটোকল মেনে চলছি, আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিত্সকদের পরামর্শ মতো চলছি, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন। সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন’। বর্তমানে ভিকি ‘মিস্টার লেলে’ সিনেমার শুটিং করছিলেন। ছবির নায়ক করোনা আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই থমকে গেল ছবির শুটিং। ইতিমধ্যেই বলিউডের অন্তত পাঁচজন এই মূহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। ভিকির ‘ভূত- পার্ট ওয়ান : দ্য হন্টেট শিপ’ ছবির কো-স্টার ভূমি পেদেনকরও কোভিড আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি অক্ষয় কুমার, গোবিন্দার মতো তারকাও করোনা পজিটিভ। অপরদিকে মাদককাণ্ডে গ্রেফতার অভিনেতা এজাজ খানের করোনা রিপোর্টও পজিটিভ। সবমিলিয়ে বলিউডে করোনাতঙ্ক ছড়িয়ে পড়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback