পাঁচ দফায় কত আসন পাবে বিজেপি? এক সুর দিলীপ-অমিতের

রাজ্যে ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন শেষ হয়েছে। অর্থাৎ ২৯৪ আসের মধ্যে ১৮০টি আসনে ভোট হয়ে গিয়েছে। এরমধ্যে কতগুলি আসন পাবে বিজেপি? দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় কিন্তু আশার সুর শোনা যাচ্ছে। দুজনেই কার্যত একই দাবি করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বললেন, ‘দিদির বিদায় নিশ্চিত, ৫ দফার ভোটে ১২২ আসন পাবে বিজেপি’। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার যেমন প্রাতঃভ্রমণে জানিয়ে দিলেন এই পাঁচ দফায় বিজেপি পেতে চলেছে ১২৫টি-র বেশি আসন। 


দিলীপ ঘোষের কথায়, ‘একেবারে হিসাব করে ২০০ সিট পাচ্ছে বিজেপি। যেমন চাইছি, তেমনই নির্বাচন হচ্ছে।  ওরা নির্বাচন ছেড়ে দিতে চাইছে। বলছে, একসঙ্গে ভোট করে দাও, আমরা সভা করব না। আসলে মিটিং করতে গেলে খরচা আছে। বক্তা লাগবে, নেতা লাগবে। কেউ বেরোচ্ছে না।  তাই এখন বলছে, সব গুটিয়ে দাও’।  রীতিমতো আত্মবিশ্বাসের সুরেই তিনি বললেন, ‘বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে, সেঞ্চুরির উপর বাড়ছে’। কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, বুথের নিরাপত্তার দায়িত্ব ভালভাবেই সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তিনি আরও বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। কলকাতার আশপাশের লোককে গুন্ডা দিয়ে ভয় দেখানো হত। কিন্তু, এবার লোক ভয় পাচ্ছে না। যেখানে পুলিশের এক্তিয়ার, সেখানেই গন্ডগোল হচ্ছে।

  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم