মদন মিত্রর ‘লাইভ’ আর ‘ওহ লাভলি’ সোশাল মিডিয়ায় দুটোই খুব জনপ্রিয়। তাঁর বিভিন্ন কার্যকলাপ নিয়ে বাংলার যুব সমাজ সবসময়ই কৌতুহলি। সেই সঙ্গে অনেকেই জানতে চান মদনদার সম্পত্তির পরিমান কত? একুশের নির্বাচনে কামারহাটি বিধানসভায় তৃণমূল প্রার্থী মদন মিত্র। ফলে নিজের এলাকায় নির্বাচনী প্রচার আর ফেসবুক লাইভ করতে ব্যস্ত মদন দা। এরমধ্যেই কামারহাটিতে নিজের মনোনয়ন পেশ করেছেন তিনি। সেখানে হলফনামায় নিজের সম্পত্তির পরিমান জানিয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী। ওই হলফনামা থেকেই জানা যাচ্ছে, রীতিমতো ‘কোটিপতি’ মদন দা। তবে তাঁর কোনও গাড়ি নেই। যদিও দুটি বাড়ি রয়েছে তাঁর। মদন মিত্র ব্যাঙ্ক ব্যালেন্সের নিরীখে টেক্কা দিতে পারেন অনেককেই। তাঁর ব্যাঙ্কে জমা রয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ২৯১ টাকা। আর তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১৬ লাখ ৭২ হাজার ২৪৫ টাকা।
গত অর্থবর্ষে তাঁর আয়ের পরিমান ছিল ৪ লক্ষ ৫৪ হাজার ৩৭২ টাকা এবং তাঁর স্ত্রী অর্চনা মিত্রের আয় ছিল ৯০ হাজার ৩৩৬ টাকা। যদিও মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ২৮ হাজার ৩৫৫ টাকা এবং অর্চনা মিত্রের কাছে ছিল ৭,৫৫০ টাকা। মদন মিত্রের জীবনবীমা রয়েছে সাড়ে ৭ লাখ টাকার। পাশাপাশি তাঁর স্ত্রীয়ের নামে বীমা করা রয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৯৭ টাকার। সোনাদানার ব্যাপারেও মদন দা বেশ উৎসাহী। মদন মিত্রের নিজের কাছেই রয়েছে ৭৫ গ্রাম সোনা, যার বাজার মূল্য ২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের কাছে রয়েছে ২৪৪ গ্রাম সোনা। যার মূল্য ৯ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। মদন মিত্রর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৮৬৭ টাকার। স্ত্রীর নামে রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকার অস্থাবর সম্পত্তি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মদন দার নিজের কোনও গাড়ি নেই, তবে স্ত্রীর দুটি গাড়ি রয়েছে। যার বাজার মূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।
إرسال تعليق
Thank You for your important feedback