হাওড়ায় মমতার রোড শোয় হুলুস্থুলু, ঢুকে পড়ল খ্যাপা ষাঁড়

 

শনিবার দক্ষিণ ২৪ পরগনায় বেশ কয়েকটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেলে তিনি যান হাওড়ায়। সেখানে তিনি একটি রোড শো করলেন। কিন্তু সেই রোড শো-তেই হুলুস্থুলু কাণ্ড। একটি ষাঁড় ঢুকে পড়ে সেই মিছিলে। প্রায় পাঁচ মিনিটের বেশি সময় ধরে তাণ্ডব চালায় ষাঁড়টি। কোনওভাবেই তাঁকে বাগে আনতে পারছিলেন না কর্তব্যরত পুলিশকর্মী এবং দলীয় কর্মী সমর্থকরা। ভিড়ে ঠাসা মিছিলে লাগামছাড়া ষাঁড়টি এদিক ওদিক ছুটতে শুরু করে। অনেকেই উল্টে পড়লেন, অনেকেই অল্পবিস্তর আহত হলেন। অবশেষে অনেক কষ্টে ষাঁড়টিকে বাগে আনেন পুলিশকর্মীরা। 

এদিন হাওড়ার ইছাপুর থেকে তৃণমূলনেত্রীর রোড শো শুরু হয়। শালকিয়ার কাছে জিটি রোড পর্যন্ত যাওয়ার কথা ছিল তাঁর। তিনি হুইল চেয়ারেই রোড শো করলেন। কিন্তু সমস্যা শুরু হয় উত্তর হাওড়ার পিলখানা এলাকায়। মিছিলের মধ্যেই আচমকা ঢুকে পড়ে ষাঁড়টি। একদিকে ঢাক-ঢোল-স্লোগান ও অন্যদিকে আতঙ্কিত মানুষের ছোটাছুটি সবমিলিয়ে ভয়ে দৌঁড় শুরু করে ষাঁড়টি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ষাঁড়টি হকচকিয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। উপস্থিত জনতার দিকে সিং উঁচিয়ে তেড়েও যায়। পরে কোনও মতে পুলিশকর্মীরা ষাঁড়টিকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। যদিও মুখ্যমন্ত্রী সেই সময় অনেকটাই দূরে ছিলেন। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ এবং তৃণমূল নেতারা।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم