সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তীব্র আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে মানুষজন। আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৪.১ ছিল। মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি। ভূমিকম্পের কেন্দ্র ছিল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি এলাকা। অধিকেন্দ্র মাটির ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য সোমবার রাত পৌনে ৯টা নাগাদ ভূমিকম্পে কেঁপেছিল উত্তরবঙ্গ। এদিনের কম্পন তার আফটার শক বলেই মনে করছেন অবহবিদরা। গতকাল রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ সিকিমেও। কম্পনের কেন্দ্র ছিল ভারত ভুটান সীমান্তের পেডং। দুটি ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Earthquake of Magnitude:4.1, Occurred on 06-04-2021, 07:07:02 IST, Lat: 26.72 & Long: 89.04, Depth: 10 Km ,Location: 64km E of Siliguri, West Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/0RKHXC42Ef pic.twitter.com/zjonw347LQ
— National Center for Seismology (@NCS_Earthquake) April 6, 2021
إرسال تعليق
Thank You for your important feedback