বার্সেলোনার জার্সিতে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন লিও মেসি। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে বার্সা। তবে মেসি সেই দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিলেন ক্লাবকে কোপা দেল রে চ্যাম্পিয়ন করে। নিজে জোড়া গোল করলেন। তাঁর জোড়া গোলের সুবাদে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সা। আর মেসির দুটি গোলের মধ্যে প্রথমটি তো অবিশ্বাস্য এবং অতুলনীয়।
🔝 @DeJongFrenkie21 in the Copa del Rey final:
— FC Barcelona (@FCBarcelona) April 18, 2021
1️⃣ goal
2️⃣ assists
👏👏👏 pic.twitter.com/QFnbUNKCdY
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বার্সা ফুটবলাররা। তবুও প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ফলে দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় কাতালান ক্লাব। ৬০ মিনিটের মাথায় প্রথম গোল গ্রিজম্যানের। এরপর ১২ মিনিটের মধ্যে আরও তিন গোল চাপিয়ে দেয় বার্সেলোনা। ম্যাচের ৬৮ এবং ৭২ মিনিটে দুটি গোল করলেন মেসি। চতুর্থ গোলটি করেন দি জং। বার্সার জার্সি গায়ে এটা মেসির ৩৫ তম ট্রফি। ফলে মাঠের বাইরে মেসির দলবদল নিয়ে যতই জল্পনা কল্পনা থাকুক না কেন খেলায় তার কোনও প্রভাব নেই।
إرسال تعليق
Thank You for your important feedback