করোনার কবলে বাপ্পি লাহিড়ী



 


 করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বিগত কয়েকবছর ধরেই তিনি পরিবারকে নিয়ে মুম্বইতে থাকেন। বৃহস্পতিবার তাঁর মুখপাত্র জানান, করোনাকালে তিনি সতর্ক থাকলেও শেষমেষ রেহাই পাননি। তাঁর বয়সের কথা মাথায় রেখে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাপ্পি লাহিড়ীকে। তার বয়স এখন ৬৮ বছর। করোনা আক্রান্ত হওয়ায় তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই ভর্তি করানো হল হাসপাতালে। খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য অনুরাগী। সোশাল মিডিয়ায় সঙ্গীতশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন অনেকেই। পরে যারা আরোগ্য কামনা করছেন সেইসব অনুরাগীদের অনেক ধন্যবাদ জানিয়েছেন বাপ্পি লাহিড়ীর মেয়ে। এদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। চিন্তিত কেন্দ্রীয় সরকার। এখাধিকবার  বৈঠক সারছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভ্যাকসিন দেওয়াও চালু হয়েছে। এরপরও আক্রান্তের সংখ্যাটা উর্ধ্বমুখী। আর টলিউড থেকে বলিউডের অনেকেই পড়ছেন করোনার কবলে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم