করোনা সংক্রমণের জেরে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রাখা হয়েছিল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। এরপর কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা করা হয়েছিল ১৩ মে। যদিও সেদিন ঈদের উৎসব। সেই কারণে শুক্রবার ফের নির্বাচন কমিশন নতুন করে ভোটের দিন জানালেন,১৬ মে। ওদিন মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে ভোট। একে ভোট গণনার দিন ১৯ মে।
সপ্তম দফায় ২৬ এপ্রিল মুর্শিদাবাদ জেলার ১১ টি বিধানসভা আসনে ভোটগ্রহণের কথা ছিল। গত বৃহস্পতিবার সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান। পরের দিন জঙ্গিপুরের আর এসপি প্রার্থী প্রদীপ নন্দী একইভাবে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। এই দুই প্রার্থীর্র মৃত্যুর কারণেই বেশ কিছু সংগঠন আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। এরপর কমিশন ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করেন। কিন্তু ঈদ থাকার জেরেই ফের আজ নতুন করে কমিশন ভোটের দিন ঘোষণা করল মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে।
إرسال تعليق
Thank You for your important feedback