বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক চির বিদায় নিলেন। রবিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন ওপার বাংলার প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী। বিগত কয়েকদিন করোনা আক্রান্ত ছিলেন তিনি। এছাড়াও তাঁর অন্যান্য শারীরিক সমস্যা ছিল। যদিও প্রথমে তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসে। অসুস্থ থাকায় ঢাকার এক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। মাত্র ৫৯ বছর বয়সে মৃত্যু হল সে দেশের প্রখ্যাত শিল্পীর। জানা যাচ্ছে মিতা হক কয়েকবছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, চলছিল ডায়ালিসিস। এরপরই করোনায় আক্রান্ত হন তিনি। শেষমেষ করোনার সঙ্গে যুদ্ধে তিনি হেরে গেলেন। শোকের ছায়া বাংলাদেশের সাংস্কৃতিক মহলে।
إرسال تعليق
Thank You for your important feedback